Shopping Cart

Total Items:
SubTotal:
Tax Cost:
Shipping Cost:
Final Total:

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
“বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মাবাদ”
 আপনি কি জান্নাত পেতে চান? জাহান্নাম থাকে নিজেকে রক্ষা করতে চান? আমরা সবাই তা চাই। কিন্তু আমরা কি জানি কিভাবে চির সুখের স্থান জান্নাত পেতে হবে এবং কিভাবে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে হবে?
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেনঃ

الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُم بِظُلْمٍ أُولَٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ

যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী।“  [ সুরা আন’আম ৮২]
এবং মহানবী মুহাম্মাদ (সাঃ) বলেন
আল্লাহ তা’আলা এমন বাক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, যে বাক্তি আল্লাহর সন্তুষ্টি  লাভের উদ্দেশে লা-ইলাহা ইল্লাল্লাহ বলেছে।“ [সহিহ বুখারি-৬৪২৩, সহিহ মুসলিম – ৩৩,২৬৩]
তাওহীদ হল ইসলামের মূল ভিত্তি। জান্নাত লাভের চাবিকাঠি। এবং তাওহীদের বিপরীত হল শিরক। শিরক যাবতীয় আমল বরবাদকারি জাহান্নামে যাবার কারণ।মহান আল্লাহ বলেন:

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا

“নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল।“ [সুরা নিসা -৪৮ ]

إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ

“নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন। এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন ।“[সুরা মায়েদা – ৭২]
আর তাই আল্লাহর বিশুদ্ধ তাওহীদের দাওয়াতের প্রয়োজনীয়তা অনুধাবন করে শাইখ মুহাম্মাদ বিন সুলায়মান আত-তামিমি(রাহিমাহুল্লাহ) আল্লাহর তাওহীদের উপর এই অমূল্য গ্রন্থটি রচনা করেন। এতে লেখক (রাহিমাহুল্লাহ) তাওহীদের অর্থ ও ফাযিলত, তাওহীদের বিপরীত শিরক এর প্রকারভেদে এর ভয়াবহতা সহ আরো অনেক বিষয়ে আলোচনা করেছেন যেমনঃ
  • তাওহীদের মর্যাদা এবং তাওহীদের ফলে যে পাপ মোচন হয়।
  • যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে।
  • শিরক সম্পর্কীয় ভীতি।
  • লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি সাক্ষ্যদানের আহবান।
  • তাওহীদ এবং  লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য বাণীর ব্যাখ্যা।
  • আল্লাহ ব্যতিত অন্য কারোর উদ্দেশ্যে মানত করা শিরক এবং কেন।
  • আল্লাহ ব্যতিত গাইরুল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিরক এবং কেন।
  • অক্ষমকে আহবান করা শিরক এবং কেন।
  • যাদু।
  • যাদু ও এর শ্রেণীভুক্ত বিষয়।
  • ভবিষ্যৎ বক্তা।
  • অশুভ আলামত সম্পর্কীয় বিবরণ সহ
মোট ৬৬টি বিষয়ের উপর আলোচনা করেছেন। বইটি ডাউনলোড করুন এই লিংক থেকেঃ

You may also be interested in the following product(s)

If you enjoyed this article, subscribe to receive more great content just like it. You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response