Shopping Cart

Total Items:
SubTotal:
Tax Cost:
Shipping Cost:
Final Total:


বইঃ ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ অত্যাবশ্যক
মূলঃ শায়খ আবদুল আযীয বিন বায (রহঃ)
.
বইটি ফ্রি ডাউনলোড করুন নিচের লিংক থেকেঃ  ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ অত্যাবশ্যক
.
বেশি বেশি কোরআন ও সহীহ হাদীস পড়ুন জ্ঞান কে বৃদ্ধি করুন। নিজে জানুন অপরকে জানানোর ব্যাবস্থা করুন।
.
● বিঃ দ্রঃ আসসালামু আলাইকুম, উপরের পোস্টকৃত বইটি ভালো লাগলে নিজে পড়ুন এবং অন্যদের সাথে শেয়ার করুন এবং নিকটস্থ লাইব্রেরি থেকে আপনার কপিটি সংগ্রহ করে প্রকাশনা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন এবং সম্ভব হলে নিকটস্থ মসজিদে ১টি কপি দান করুন। এই বইটি মূলত তাদের জন্য যারা দেশের বাহিরে থাকেন এবং যাদের এই মুহূর্তে সামর্থ্য নেই বইটি কিনে পড়ার। যাদের সামর্থ্য আছে এবং দেশে অবস্থান করছেন আমরা তাদের অনুরোধ করবো আপনারা বইটির একটি কপি প্রকাশকদের নিকট হতে কিনে বাসায় সংরক্ষণ করবেন। এতে করে প্রকাশকরা আরও নতুন নতুন ভালো বই প্রকাশ করার উৎসাহ পাবেন।
------------------------------------------------------------------------------------------
.
★★ -:সাধারন পাঠকদের উদ্দেশ্যে কিছু কথা:- ★★
.
● আপনি কি পবিত্র কুরআন ও নবী(সাঃ) এর সহীহ্ সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? ?
তাহলে...সুধুমাত্র বিশুদ্ধ আক্বীদাসম্পন্ন ও সহীহ সুন্নাহভিত্তক কিতাবগুলো পড়ে ইসলামের সহীহ জ্ঞান অর্জন করুন। সাবধান! বাজারের ৯০% কিতাব ই কিন্তু ভেজাল আর শির্ক-বিদাআতে ভরপুর, অতএব খুব সাবধান! দয়া করে যার-তার থেকে অন্ধভাবে ইসলাম শিখে দুনিয়া ও আখিরাতে প্রতারিত হবেন না! হে মুসলমান! আপনারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর বই কিনবেন হাজার হাজার টাকা দিয়ে আর দুনিয়া ও আখিরাতের একমাত্র সম্বল অর্জনের বই "নামাজ শিক্ষা" কিনবেন রাস্তা পাশে বসা ফেরিওয়ালার থেকে ১০টাকা দিয়ে!?? জান্নাত এত্ত সহজ!?? সাবধান! আল্লাহকে ভয় করুন, আখিরাতে মহান আল্লাহকে কি জবাব দিবেন? নিজেকে নিজে প্রশ্ন করুন, ইসলামকে জানর জন্য আপনি জীবনে কতটুকু চেষ্টা করেছেন, কয়টা কিতাব পড়েছেন? মহান আল্লাহ আপনাকে জ্ঞান-বুদ্ধি, বিবেক দিয়েছেন, সহীহ-ভেজাল নির্ণয়ে কতটুকু এর ব্যাবহার করেছেন? সাধারন পন্য কিনতে গিয়েতো আমরা ১০০বার পরীক্ষা করে তারপর কিনি তাহলে ধর্মের ব্যাপারে কেন আমরা এত উদাসীন? অতএব প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা খুব সাবধান! আল্লাহকে ভয় করুন, সুধুমাত্র বিশুদ্ধ আক্বীদাসম্পন্ন ও সহীহ সুন্নাহভিত্তক কিতাবগুলোই পড়ুন এবং ইসলামের সহীহ জ্ঞান অর্জন করুন।
.
★ বিশুদ্ধ আক্বীদাসম্পন্ন ও সহীহ সুন্নাহর প্রচারক কিছু পাবলিকেশন্সের নাম দেওয়া হলঃ
.
|● তাওহীদ পাবলিকেশন্স
|● হুসাইন আল মাদানী প্রকাশনী
|● আহলে হাদীস লাইব্রেরী
|● পীস পাবলিকেশন্স
|● হাদীস ফাউন্ডেশনের
|● দারুস সালাম পাবলিকেশন্স
|● আন নূর ইসলামীক লাইব্রেরী
|● আত্-তাওহীদ প্রকাশনী
|● জায়েদ লাইব্রেরী
|● আলবানী একাডেমী
|● আল-ফুরকান পাবলিকেশন্স
|● আলীমুদ্দীন একাডেমী
|● আতিফা পাবলিকেশন্স
|● আস-সুন্নাহ পাবলিকেশন্স
.
★ সাধারন পাঠকদের জন্য সহীহ কিতাব চেনার ১টি সহজ উপায়ঃ পৃথিবীতে যে কোন শব্দের গ্রহনযোগ্যতার প্রমান যেমন ডিকশনারী থাকতে হয়, ঠিক তেমন ইসলামারে যে কোন কথা, কাজ আদেশ অথবা আমলের গ্রহনযোগ্যতার প্রমানও থাকতে হবে কোরআন ও সহীহ হাদীসে। দোকানে গিয়ে যেকোন একটি কিতাব হাতে নিয়ে দেখুন, কিতাবে যে কথাটি অথবা যে আমলটি লিখা আছে সেইটি কি কোরআন বা সহীহ হাদীস থেকে নেওয়া হয়েছে? তার রেফারেন্স কি দেওয়া আছে? যদি কোরআন-হাদীসের রেফারেন্স দেওয়া থাকে তাহলে তা ভেজাল মুক্ত সহীহ, আর যদি কোরআন-হাদীসের কোন রেফারেন্স না দেওয়া থাকে তাহলে তো বুঝতেই পারছেন যে, ঐ টা হুজুরের পেটবানানো গাজাখরি গপ্প ছাড়া আর কিচুই নয়। অতএব হে পাঠক সাবধান! ভ্রান্ত আমল করে দুনিয়া এবং আখিরাতে প্রতারিত হবেন না। মহান আল্লাহ আমাদের সহায় হউন, আমীন!

------------------------------------------------------------------------------------------

আপনি কি আল-কুরআন ও সহীহ্ হাদিসের উপর জীবন গড়তে চান?
আপনি কি শির্ক-বিদাআত মুক্ত ইসলামের সহীহ জ্ঞান অর্জন করতে চান?
তাহলে প্রকৃত কুরআন-সুন্নাহর অনুসারী আলেমগনের লেকচার শুনুন....
এই নামগুলো এখনই ঝড়েরবেগে মুখস্ত করে রাখুন.....ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন।
.
✔ শাইখ মতিউর রহমান মাদানী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ আমানুল্লাহ বিন ইসমাঈল (হাফেজাহুল্লাহ)
✔ প্রফেসর কাজী মুহাম্মদ ইবরাহীম (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ কামালুদ্দীন জাফরী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ শহীদুল্লাহ খান মাদানী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ মুহাম্মদ ওয়ালিউল্লাহ্ (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ মুযাফ্ফর বিন মুহসিন (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ আব্দুর রাকীব বুখারী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ হারুন হোসেইন (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ মুহাম্মাদ আক্তার মাদানী (হাফেজাহুল্লাহ)
✔ ড. মুহাম্মদ সাইফুল্লাহ্ (হাফেজাহুল্লাহ)
✔ ড. মুহাম্মদ মানজুরে ইলাহী (হাফেজাহুল্লাহ)
✔ ড. মোসলেহ্ উদ্দীন (হাফেজাহুল্লাহ)
✔ ড. আসাদুল্লাহ আল গালিব (হাফেজাহুল্লাহ)
✔ ড. আ ব ম যাকারিয়া (হাফেজাহুল্লাহ)
✔ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (হাফেজাহুল্লাহ)
✔ ড. আবুল কালাম আজাদ (হাফেজাহুল্লাহ)
✔ ড. মুহাম্মাদ মতিউল ইসলাম (হাফেজাহুল্লাহ)
✔ ড. আহমাদুল্লাহ ত্রিশালী (হাফেজাহুল্লাহ)
✔ ড. মুহাম্মদ লোকমান হোসেইন (হাফেজাহুল্লাহ)
.
★ এই সকল বিশ্ববিখ্যাত কুরআন-সুন্নাহর অনুসারী আলেমে-দ্বীনগন মানুষকে ডাকছে সুধু মাত্র আল-কুরআন ও রাসূল(সঃ) এর সহীহ সুন্নহর দিকে। তার ভন্ড মোল্লাদের মত পীর-ফকিরী আর কবর-মাজার পূজার দিকে ডাকে নাহ। তার শির্ক-বিদা'আতের বিরুদ্ধে এক-একজন এক-একটি খোলা তলোয়ার, আলহামদুলিল্লাহ! তাদের লেকাচারগুলো দয়াকরে খুব মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন তারপর সিদ্ধান্তনিন যে, আপনি কি কোরআন ও সহীহ্ হাদিসের উপর জীবন গড়তে চান? নাকি মাজহাবের নামে গোড়ামী আর অন্ধ অনুকরন-অনুসরণ করে এবং পীরবাবা-খাজাবাবাদের মুরিদ হয়ে শির্ক-বিদা'আতকারী রূপে চিরদিন অন্ধকারেই ডুবে থাকতে চান!? হে আমার দ্বীনি ভাই-বোনেরা, জীবন আপনার তাই সিদ্ধান্তও আপনাকেই নিতে হবে, আমরা সুধু আপনাদের দিক নির্দেশনা দিচ্ছি মাত্র! মহান আল্লাহপাক আমাদের সবাইকে সঠিক দ্বীন-ইসলামকে জানার, বুঝার ও সেই অনুযায়ী আমল করে শির্ক-বিদা'আতমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন...আমীন!


You may also be interested in the following product(s)

If you enjoyed this article, subscribe to receive more great content just like it. You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response